স্টাফ রিপোর্টার : টানা পাঁচ কার্যদিবস পর বুধবার (২৪ ফেব্রুয়ারি) উত্থানে ফিরেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। এদিন মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে।
বুধবার টাকার পরিমাণে ৫৩০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬১ কোটি ৪৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) লেনদেন হয়েছিল ৫৯১ কোটি ৮১ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৮৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩৮ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়েছে।
উল্লেখ্য, ডিএসইতে মোট ৩৪৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯০টির, দর কমেছে ৩৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১৮টি কোম্পানির।