স্টাফ রিপোর্টার : জেমিনি সি ফুডের উদ্যোক্তা পরিচালক আমিনা আহমেদ ৫০ হাজার শেয়ার বিক্রি করবেন। তার কাছে কোম্পানির মোট ২ লাখ ৫৮ হাজার ৬৫৬টি শেয়ার রয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে তিনি শেয়ার বিক্রি করতে পারবেন।
বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৪৪ দশমিক ৪৫ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫ দশমিক ০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫০ দশমিক ৫৪ শতাংশ শেয়ার রয়েছে।
‘এ’ ক্যাটাগরির কোম্পানি জেমিনি সি ফুড ১৯৮৫ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়।