সিনিয়র রিপোর্টার : মূলধনি লোকসানে থাকা মার্জিন ঋণ হিসেবে শেয়ার কেনাবেচার অধিকার আরো ৬ বাড়িয়ে দেয়া হয়েছে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বৃহস্পতিবার কমিশন সভায় মেয়াদ বৃদ্ধির অনুমোদন দিয়েছে।
ঋণাত্মক মূলধনধারী বিনিয়োগ হিসাবে বিনিয়োগকারী আরও ৬ মাস শেয়ার কেনা-বেচা করতে পারবেন।
কমিশন কর্মকর্তারা জানান, বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক এবং বিএমবিএ ও ডিবিএ মার্জিন ঋণ আইনের ৩(৫) ধারার কার্যকারিতা আরও অন্তত এক বছরের জন্য স্থগিত করার অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জেরও (ডিএসই) সুপারিশ রয়েছে।
আইনের এ ধারা অনুযায়ী, মার্জিন ঋণ নেওয়া বিও হিসাবের পোর্টফোলিও মূল্য ঋণের তুলনায় ১৫০ শতাংশে নামলে মার্জিন কল করা (মার্জিন ঋণ অনুপাত সমন্বয় করতে গ্রাহককে নগদ অর্থ প্রদানের নোটিশ) বাধ্যতামূলক। বিনিয়োগকারী নোটিশে সাড়া না দিলে তার হিসাবে শেয়ার কেনাবেচা করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এখন থেকে ঋণাত্মক মূলধনধারী বিনিয়োগ হিসাবে আরও ৬ মাস শেয়ার কেনা-বেচা করতে পারবেন বিনিয়োগকারী।
আরো জানতে দেখুন : মূলধনি মার্জিন ঋণ হিসাবে লেনদেনের মেয়াদ বাড়ছে