স্টাফ রিপোর্টার : জেনারেশন নেক্সটের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ মাসের জন্য ঘোষণা করা ১০ শতাংশ লভ্যাংশ সব বহাল রেখেছে। সোমবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়।
১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি জানিয়েছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। আর সর্বশেষ ৬ মাসে ইপিএস হয়েছে ২৩ পয়সা।
কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ৩৩ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২২ ডিসেম্বর এবং রেকর্ড ডেট ছিল ২২ মে।