স্টফ রিপোর্টার : ফ্যামিলি টেক্স (বিডি) লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি গত ১৮ মাসের অর্থাৎ জানুয়ারি, ২০১৫ থেকে ৩০ জুন, ২০১৬ পর্যন্ত সময়ের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসই সূত্রে রোববার জানা গেছে, কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮২ পয়সা। আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৩ টাকা ৬৮ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১ ডিসেম্বর এবং ১২ ডিসেম্বর রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে।