শেরপুর প্রতিনিধি : শেরপুরে জনতা ব্যাংকের ভল্ট থেকে এক কোটিরও বেশি টাকা চুরির মামলায় নিরাপত্তা তিন কর্মীকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরকার হাসান শাহরিয়ার এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা পারভিন মুন্নি জানান। নিরাপত্তাকর্মীরা হলেন সাহেব আলী, সুলতান আহম্মেদ ও মজিবর রহমান।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ১৫ মার্চ রাত থেকে ১৭ মার্চ শনিবার সন্ধ্যার মধ্যে কোনো এক সময় শেরপুর শহরের মুন্সিবাজারের জনতা ব্যাংকের ভল্ট থেকে এক কোটি ৩০ লাখ ৯৬ হাজার টাকা চুরি হয়।
ঘটনায় ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক সিরাজউদদৌলা খান তিন নিরাপত্তারক্ষীসহ চারজনকে আসামি করে সদর থানায় মামলা করেন। ২০০৯ সালের ১৯ নভেম্বর ওই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
আইনজীবী ফারহানা বলেন, জনতা ব্যাংকের টাকা চুরির ঘটনায় আদালত তিন নিরাপত্তাকর্মীকে খালাস দেন এবং অপর আসামি শেখ শওকত আলী মারা যাওয়ায় তাকে থেকে অব্যাহতি দিয়েছে। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান তিনি।
আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তাই তারা খালাস পেয়েছেন বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী নারায়ণ চন্দ্র হোড়।