স্টাফ রিপোর্টার : ২৬ নভেম্বর, (রবিবার) রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে মডার্ণ ডায়িং এন্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ৮% ক্যাশ লভ্যাংশসহ সদ্য সমাপ্ত ৩০ জুন ২০১৭ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরনী, পরিচালকবৃন্দের প্রতিবেদন এবং এজেন্ডাসমূহ বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

এদিকে গত ২০১০ সালের ৩১শে জানুয়ারী থেকে কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। কার্যক্রম বন্ধ থাকায় ডিভিডেন্ড ঘোষণা করা সত্ত্বেও কোম্পানির ক্যাটাগরিতে কোন পরিবর্তন আসেনি। বর্তমানে কোম্পানির মূল আয়ের খাত, কোম্পানির এ্যাসেট ভাড়া থেকে প্রাপ্ত আয়।

এজিএমে উৎপাদন কার্যক্রম পুনরায় কবে চালু হতে পারে সে বিষয়ে প্রশ্ন করা হলে, ব্যবস্থাপনা পরিচালক কোন কথা বলেন নি।
এজিএমে কোম্পানির চেয়ারপার্সন পারভেজ আক্তার খানম, পরিচালক আব্দুল্লাহ জামিল মতিন ও দেওয়ান নুরুল জামানসহ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন উপস্থিত ছিলেন।
২০১৭ সালে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা যা আগের হিসাব বছরে ছিল ১ টাকা ৪৯ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৪ টাকা ৭৪ পয়সা যা আগের বছরে ছিল ৭ টাকা ৮৪ পয়সা।