স্টাফ রিপোর্টার : ‘নেট ক্যাপিটাল ব্যালেন্স’ রিপোর্ট সময়মত দালিখ না করায় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৬টি সিকিউরিটিজ হাউজকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার বিএসইসির ৭৩৩তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেডের প্রতিবেদন অনুযায়ী ‘নেট ক্যাপিটাল ব্যালেন্স’ রিপোর্ট সময়মত দালিখ না করায় রুল ৩(৪) অব সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ ভঙ্গ করেছে।
এজন্য সিনহা সিকিউরিটিজ, ফখরুল ইসলাম সিকিউরিটিজ, এএনএফ ম্যানেজমেন্ট কোম্পানি, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিএইচপি স্টক অ্যান্ড সিকিউরিটিজ এবং বেনকো সিকিউরিটিজকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।