স্টাফ রিপোর্টার : ‘সরকারের ৫ বছরে রাজস্ব আদায় বেড়েছে ২শ’ ২০ শতাংশ। যা গত ৩০ বছরে সম্ভব হয়নি।’ রাজধানীর রূপসীবাংলা হোটেলে রোববার সকালে সবোর্চ্চ এবং দীর্ঘ মেয়াদী করদাতাদের সম্মাননা সনদ, ক্রেস্ট এবং ট্যাক্স কার্ড প্রদান অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, ‘ট্যাক্সের ক্ষেত্রে আমরা বিশাল সফল হলেও একটি ক্ষেত্রে ভালো কাজ করতে পারিনি। আর তা হলো করপোরেট ট্যাক্স। এটি একটি দুষ্ট ট্যাক্স।’ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী এনবিআর কর্মকর্তাদের আরো সজাগ হওয়ার তাগিদ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট কাজী আকরামউদ্দিন আহমেদ রাজনীতকদের উদ্দেশে বলেন, ‘আপনারা ব্যবসায়ীদের সুযোগ দিন। তাহলে দেখবেন ব্যবসায়ীরা দেশকে কোথায় নিয়ে যাচ্ছে। আপনারা সহযোগিতা করলে দেশ অনেকদুর এগিয়ে যাবে।’
তিনি বলেন, আয়কর আদায় দিন দিন বাড়ছে। ব্যবসায়ীরা কর দিতে চায়। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা খারাপ যাচ্ছে, যার জন্য ব্যবসায়ীরা কর আওতার বাইরে থাকছেন।