স্টাফ রিপোর্টার: ৪টি কোম্পানি পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হচ্ছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পায়োনীয়ার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড এবং গ্রামীণফোন লিমিটেড।
ইউনাইটেড পাওয়ারের পর্ষদ সভা আগামী ২২ এপ্রিল, রবিবার দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারী-মার্চ, ২০১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
পায়োনীয়ার ইনস্যুরেন্সের সভা আগামী ২৫ এপ্রিল, বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত বছরে কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রথম প্রান্তিকের (জানুয়ারী-মার্চ, ২০১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিদেবন প্রকাশ করা হবে।
ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের সভা ২২ এপ্রিল বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারী-মার্চ, ২০১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
গ্রামীণফোনের সভা আগামী ১৯ এপ্রিল, বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের (জানুয়ারী-মার্চ, ২০১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিদেবন প্রকাশ করা হবে।