স্টাফ রিপোর্টার : ৩টি কোম্পানি সোমবার বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করছে। ৩০ জুন সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য এজিএম করা হবে।
বিবিএস লিমিটেড: গাজীপুরের শ্রীপুরে কারখানা প্রাঙ্গণে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ছিল ১৬ নভেম্বর। ২০১৭ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। বছর শেষে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯২ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ১৫ পয়সা।
৩০ জুন এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৫ টাকা ৯৫ পয়সা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ৬০ পয়সা ইপিএস দেখিয়েছে কোম্পানিটি। আগের বছর একই সময় তা ছিল ৭৫ পয়সা।
বিবিএস কেবলস: গাজীপুরের শ্রীপুরে কারখানা প্রাঙ্গণে এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানির রেকর্ড ডেট ছিল ১৬ নভেম্বর। ৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। বার্ষিক ইপিএস ৪ টাকা ১২ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৪৬ পয়সা। ৩০ জুন এর এনএভিপিএস দাঁড়ায় ১৯ টাকা ১৭ পয়সা। প্রথম প্রান্তিকে ইপিএস ১ টাকা ৫৭ পয়সা, আগের বছর একই সময় তা ছিল ৬৬ পয়সা।
মেঘনা সিমেন্ট: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এজিএম সোমবার সকাল ১০টায় শুরু হবে। কোম্পানিরি রেকর্ড ডেট ছিল ২০ নভেম্বর। ২০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। বার্ষিক ইপিএস ২ টাকা ৯১ পয়সা, আগের বছর যা ছিল ৩ টাকা ৮ পয়সা। ৩০ জুন এর এনএভিপিএস দাঁড়ায় ৩৬ টাকা ৭১ পয়সা।