এস বি ডেস্ক : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের আবেদন শুরু হবে আগামি ১৪ জুলাই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি) ৪৮০তম কমিশন সভায় আইপিওর অনুমোদন দেয়া হয়।
জানা যায়, আগামি ১৪ থেকে ১৮ জুলাই পর্যন্ত স্থানীয় বিনিয়োগকারীরা আবেদন করেতে পারবেন। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে আগামি ২৭ জুলাই পর্যন্ত। ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পুঁজিবাজারে ৪ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ৪৫ কোটি টাকা উত্তোলন করবে। প্রিমিয়াম ছাড়া প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।ফারইস্ট ফ্যাইনান্স আইপিওর মাধ্যমে তোলা টাকা মূলধন ভিত্তি এবং তারল্য অবস্থা শক্তিশালী করার জন্য ব্যয় করবে।কোম্পানিটির ৩১ জুন ২০১১ আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফারইস্ট ফাইন্যান্সের (রিভেলুয়েশন রিজার্ভসহ) নেট অ্যাসেট ভ্যালু বা (এনএভি) ১৫ টাকা শূণ্য ৬ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বা ১ টাকা শূণ্য ৪ টাকা।
ফারইস্ট ফাইন্যান্সের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছ গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।