স্টাফ রিপোর্টার : জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে দেশবন্ধু পলিমার লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার (২৯ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
জানা গেছে, কোম্পানিটি নরসিংদীর পলাশে ১০৩ ডেসিমেল জমি বিক্রি করবে। জমির মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। কোম্পানিটি দেশবন্ধু প্যাকেজিং লিমিটেডের ১ কোটি ২০ লাখ টাকা পরিশোধের জন্য জমি বিক্রয় করবে।
এদিকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২৪ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওইদিন সকাল সাড়ে ৯টায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গন নরসিংদিতে ইজিএম অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।