স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪টি কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন রোববার প্রকাশ করা হয়েছে। বিস্তারিত নিচে প্রকাশ করা হলো-
হামিদ ফেব্রিক্স লিমিটেড : প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৭ শেষে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৮ টাকা ৫৪ পয়সা।
নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং : কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৪ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৭ শেষে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৮৬ টাকা ৯৯ পয়সা।
ফু-ওয়াং ফুড : প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৭ শেষে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৯৮ পয়সা।
ইবনে সিনা কোম্পানি : লিমিটেডের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৯ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৭ শেষে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৬ টাকা ৭ পয়সা।