স্টাফ রিপোর্টার : প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে সম্প্রতি পুঁজিবাজার থেকে টাকা উত্তোলনকারী কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। আগামী সপ্তাহের যে কোন কার্যদিবসে কোম্পানিটির লেনদেন শুরুর সম্ভবনা রয়েছে। মঙ্গলবার সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসই ও সিএসই জানায়, গত ১৪ আগস্ট ডিএসই ও ১৮ আগস্ট সিএসতে কোম্পানিটি তালিকাভুক্ত হয়। আর বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দিতে ১০ জুলাই আইপিও লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন করে কোম্পানিটি।সুহৃদ ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) পুঁজিবাজার থেকে মোট ১৪ কোটি টাকা সংগ্রহ করেছে। এই কোম্পানির আইপিওর আবেদন গ্রহণ করা হয় ৮ জুন থেকে ১২ জুন পর্যন্ত। আর প্রবাসী বাংলাদেশীদের আবেদন নেওয়া হয় ২১ জুন পর্যন্ত।
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে।
পেছনের খবর : নিষিদ্ধ তবুও সুহৃদ ইন্ডাস্ট্রিজের প্লেসমেন্ট শেয়ার বিক্রি, অতপর…
আরো খবর : তালিকাভুক্ত হলো তুং হাই, ফার ইস্ট ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ