স্টাফ রিপোর্টার : ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেড পর্ষদসভা স্থগিত করেছে। অনিবার্য কারণে সভা স্থগিত করে নতুন তারিখ ঘোষণা করেছে ব্যাংক-কর্তৃপক্ষ। ২০ এপ্রিল, সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির পুনরায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ এপ্রিল, শনিবার সকাল ১১টায় পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। একইসাথে প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও রেকর্ড ডেট নির্ধারণ করা হতে পারে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।
Trading Code: | CITYBANK |
News: | The Company has further informed that due to unavoidable circumstances, the meeting of the Board of Directors of the Company will now be held on April 25, 2015 at 11:00 AM instead of April 22, 2015 to consider, among others, audited financial statements of the Company for the year ended on December 31, 2014. |
উল্লেখ্য, এর আগে ২২ এপ্রিল, বুধবার পর্ষদসভার আহ্বান করেছিল এ কোম্পানি।
We expect a good percentage of Bonus Share this
year as City Bank has done very good business in 2014.
Pls remove the Citi Bank NA’s logo from the news as the news is of City Bank Ltd of Bangladesh. It is silly mistake.
we expect good dividend