স্টাফ রিপোর্টার : সিএপিএম ইউনিট ফান্ডের ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১১ টাকা ৬৭ পয়সা।
বাজার মূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট অ্যাসেট ভ্যালু হয়েছে ১১৬ টাকা ২০ পয়সা। আর ক্রয় মূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট অ্যাসেট ভ্যালু হয়েছে ১১৫ টাকা ৩২ পয়সা। ফান্ড ম্যানেজার সূত্রে এই তথ্য জানা গেছে।
সিএপিএম ইউনিট ফান্ডের ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।