স্টাফ রিপোর্টার : সামিট মেঘনাঘাট ২ পাওয়ার কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন । পাশাপাশি তিনি সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি এবং সামিট বিবিয়ানা ২ পাওয়ার কোম্পানির সিওও এবং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রত্যাশিত ৫৯০ মেগাওয়াটের সামিট মেঘনাঘাট ২ পাওয়ার আগামী ২০২১ সালের শুরুর দিকে বাণিজ্যিক উৎপাদনে যাবে।

মো. রিয়াজ উদ্দীন ২০১১ সাল থেকে সামিটে কর্মরত আছেন এবং সর্বাধুনিক টারবাইন ইঞ্জিন টেকনোলজির কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তার বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন, উচ্চপর্যায়ে পর্যালোচনা এবং বিদ্যুৎকেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রায় ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।
সামিটে যোগদানের আগে তিনি পাওয়ারটেক বারহ্যাড, সিডিসি গ্লোবলেক, এইএস করপোরেশন এবং কাফকোসহ বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে কাজ করেছেন।
তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কেমিকেল ইঞ্জিনিয়ারিং এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।