পুঁজিবাজার যেসব কার্যক্রম নিয়ে লেনদেন শুরু করতে যাচ্ছে
- ৫৫০% শতাংশ নগদ লভ্যাংশ দিবে গ্ল্যাক্সোস্মিথক্লাইন
- পুঁজিবাজারের টানা দরপতন নিয়ে অর্থমন্ত্রীর ক্ষোভ
- কৌশলগত বিনিয়োগকারী ইস্যুতে ডিএসইর কাছে ব্যাখ্যা চেয়েছে বিএসইসি
- কমিশন বাণিজ্য জটিলতায় পিছিয়ে পড়ছে বিমা খাত
- ‘এ’ ক্যাটাগরিতে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ
- ৭ মার্চ ২টি প্রতিষ্ঠানের পর্ষদ সভা
- ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে গ্রামীণফোন
- বুলিশ ক্যান্ডেল – সাপোর্ট লেভেল থেকে বাউন্স ব্যাক
মার্কেট নিউজ টুইটস: ২.৩০ মিনিট
আজ সারাদিন বাজারে ব্যাপক উঠানামা লক্ষ্য করা যায়, যেকারনে দিন শেষে সাপোর্ট লাইনের উপর ইনডেস্কে ডোজি ক্যান্ডেলের আবির্ভাব ঘটে।
WATACHEM এর উল্লেখযোগ্য লেনদেন,মার্কেট নিউজ টুইটস : ১.৩৫ মিনিট
ঠিক ১.৩৫ টায় WATACHEM উল্লেখযোগ্য লেনদেন ( 14 TRADES ) মোট লেনদেন হয়েছে 1960000 TK
আজ ইঞ্জিনিয়ারিং খাতে লেনদেন বেশী হচ্ছে , মার্কেট নিউজ টুইটস: ১.০০ মিনিট
আজ ইঞ্জিনিয়ারিং খাতে লেনদেন বেশী হচ্ছে।
বুলিশ ক্যান্ডেলে চলছে বাজার , মার্কেট নিউজ টুইটস : ১১.৪০ মিনিট
বুলিশ ক্যান্ডেলে চলছে বাজার ।
সাপোর্ট লাইনের উপর উপর থাকার সম্ভাবনা , মার্কেট নিউজ টুইটস : ১০.৩০ মিনিট
আজ সকাল থেকে বাজারে বাই পেশার লক্ষ্য করা যায়। মুলত সাপোর্ট লাইনের উপর থাকায় বাজারে কিছুটা বাই পেশার ছিল। দিন শেষে সাপোর্ট লাইনের উপর বাউন্স বেক করল ইনডেস্ক।
- এক্সুসিভ নিউজ [ ভিডিও সহ ]
- ব্রোকারেজ হাউজ সম্পর্কে জানুন
- পুজিবাজার শিক্ষা টিউটোরিয়াল কর্নার
- এক্সুসিভ সাক্ষাৎকার সমূহ
পুঁজিবাজারের বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ
দৈনিক স্টক বাংলাদেশ সম্প্রতি মার্কেট নিউজ টুইটস নামে একটি বিভাগ চালু করেছে যেখানে থাকবে প্রতিদিনের মার্কেটের উপর রিয়েল টাইম বিশ্লেষণ। এই বিশ্লেষণে আপনিও অংশগ্রহণ করুন। মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিন প্রতিদিনের মার্কেটে থাকা বিভিন্ন বিশ্লেষণ/দিক, যা কেবল মাত্র আপনার চোখে ধরা পড়ছে। আপনার বিশ্লেষণ গ্রহণযোগ্য হলে সাথে সাথে আমরা তা প্রকাশ করব।