পুঁজিবাজার যেসব কার্যক্রম নিয়ে লেনদেন শুরু করতে যাচ্ছে
- শেয়ার কেলেঙ্কারির মামলায় ৮ জনকে আত্মসমর্পণের নির্দেশ
- ফারমার্স ব্যাংকের এমডিসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- যমুনা অয়েলের ২০ তলা ভবনের নির্মাণ কাজ উদ্বোধন
- মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক পদ হারালেন শহিদুল আহসান
- টোয়াবের পর্যটন মেলার টাইটেল স্পন্সর বিমান
- প্রাইম ব্যাংকের বন্ড অনুমোদন
- তালিকাভুক্ত নয় কোম্পানির করহার বাড়ানোর প্রস্তাব
- আইপিও অনুমোদন পেল ভিএফএস থ্রেড ডাইং
মার্কেট নিউজ টুইটস: ২.৩০ মিনিট
আজ বুধবার বাজারে সকাল থেকেই ভাল পেশার লক্ষ্য করা গিয়েছিল। যার ফলে সূচকের মান ঊর্ধ্বমুখী অবস্থান নিয়েছিল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বাজারে সেল পেশার বাড়তে থাকায় সূচক তাঁর ঊর্ধ্বমুখী অবস্থান ধরে রাখতে পারেনি। দিন শেষে তাই রেজিস্টেন্সের উপর সুচকে ডজি ক্যান্ডেলের আবির্ভাব ঘটে।
GEMINISEA এর উল্লেখযোগ্য লেনদেন,মার্কেট নিউজ টুইটস : ১.৩৮ মিনিট
ঠিক ১.৩৮ টায় GEMINISEA উল্লেখযোগ্য লেনদেন ( 89 TRADES ) মোট লেনদেন হয়েছে 2390000 TK
নন-ইন্সটিটিউট কোম্পানির শেয়ারের প্রতি আগ্রহ , মার্কেট নিউজ টুইটস : ১২.৪৫ মিনিট
আজ দিনের শুরু থেকেই নন-ইন্সটিটিউট কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগের আগ্রহ দেখা যাচ্ছে।
প্রতি মিনিটে এ রকম টুলস দেখাতে স্টক বাংলাদেশের হম পেউজে যান। https://stockbangladesh.com/
৬০০ কোটি টাকার কাছাকাছি লেনদেন হতে পারে , মার্কেট নিউজ টুইটস : ১১.৩০ মিনিট
সকাল থেকে আজ বাজারে কিছুটা বাই পেশার লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সাথে সাথে সেল পেশার বাড়তে দেখা যাচ্ছে। তবে প্রজেক্টেড ট্রেড অনুসারে আজ বাজারে লেনদেন ৬০০ কোটি টাকার কাছাকাছি হতে পারে।
সাইড ওয়ার্কে যেতে পারে সূচক , মার্কেট নিউজ টুইটস : ১০.৩০ মিনিট
গতকাল দিনের শেষ ভাগে বাজারে ব্যাপক সেল পেশার থাকায় আজ দিনের শুরুতে কিছুটা সেল পেশার লক্ষ্য করা যেতে পারে। তবে যেকোনো সময় হঠাৎ বাই পেশার এসে সেল পেশারকে অতিক্রম করতে পারে। দিন শেষে সাইড ওয়ার্কে যেতে পারে সূচক ।
ADVANCE CHART Enjoy both real time intra-day and EOD TA chart
- এক্সুসিভ নিউজ [ ভিডিও সহ ]
- ব্রোকারেজ হাউজ সম্পর্কে জানুন
- পুজিবাজার শিক্ষা টিউটোরিয়াল কর্নার
- এক্সুসিভ সাক্ষাৎকার সমূহ
পুঁজিবাজারের বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ
দৈনিক স্টক বাংলাদেশ সম্প্রতি মার্কেট নিউজ টুইটস নামে একটি বিভাগ চালু করেছে যেখানে থাকবে প্রতিদিনের মার্কেটের উপর রিয়েল টাইম বিশ্লেষণ। এই বিশ্লেষণে আপনিও অংশগ্রহণ করুন। মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিন প্রতিদিনের মার্কেটে থাকা বিভিন্ন বিশ্লেষণ/দিক, যা কেবল মাত্র আপনার চোখে ধরা পড়ছে। আপনার বিশ্লেষণ গ্রহণযোগ্য হলে সাথে সাথে আমরা তা প্রকাশ করব।