স্টাফ রিপোর্টার : কোম্পানির প্রধান কার্যালয় থেকে নগদ লভ্যাংশের চেক বিতরণ শুরু করেছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। স্টক এক্সচেঞ্জ মারফত কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জানায়, রোববারের মধ্যে রাজধানীর ২৮, বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয় থেকে হাতে হাতে লভ্যাংশের চেক সংগ্রহ করতে হবে শেয়ারহোল্ডারদের।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ পাচ্ছেন সাধারণ বীমা প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা। গেল বছর কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ১ টাকা ৫২ পয়সায়। ২০১৪ সালেও এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডাররা ১০ শতাংশ নগদ লভ্যাংশ পান। তখন ইপিএস ছিল ১ টাকা ৪৬ পয়সা।
এদিকে চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির অনিরীক্ষিত ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৬ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ১৫ পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ১৮ টাকা ২৭ পয়সা।