সিনিয়র রিপোর্টার : শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২০ কোটি টাকা অর্থ উত্তোলনের সময়সীমা নির্ধারিত হয়েছে। আগামী বছরের ৮ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত দেশ বিদেশের বিনিয়োগকারীরা আপিওতে আবেদন করতে পারবেন।
কোম্পানি কর্তৃপক্ষ রোববার স্টক বাংলাদেশকে এমন তথ্য নিশ্চিত করেছে।
কোম্পানিটি পুঁজিবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। শেয়ারপ্রতি অভিহিত মূল্যে ১০ টাকা দরে ইস্যু করবে কোম্পানিটি।
কোম্পানির আর উত্তোলিত টাকা দিয়ে ওয়াশিং প্লান্ট ভবন নির্মাণ, ব্যবসা সম্প্রসারণ, মেশিন ও সরঞ্জামদি ক্রয়, ইটিপি সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।
প্রসপেক্টাস অনুসারে ৩০ জুন, ২০১৬ পর্যন্ত সমাপ্ত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৪৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮.৭০ টাকা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।