স্টাফ রিপোর্টারঃ ফ্যামিলিটেক্স বিডি লিমিটেড প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০১৭) এবং দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি ক্রমান্বয়ে লোকসানের দিকেই ধাবিত হচ্ছে।
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০০২ পয়সা যা গত বছর একই সময় ছিল ০০৬ পয়সা। ইপিএস কমেছে এক তৃতীয়াংশ। উক্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৯৯ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০০৩ পয়সা যা গত বছর একই সময়ে লাভ ছিল ১৩৪ পয়সা। এই প্রান্তিকে কোম্পানির এনএভি হয়েছে ১২ টাকা ৩৭ পয়সা।

বিনিয়োগ কারীরা হয়ত very soon দেখবেন no more family tex company. This is cheat company . This is love and divose company . Invested pls careful from this rubbish company!!!!!!