স্টাফ রিপোর্টার : চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে (রোববার) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে জেনারেল ইন্সুরেন্স খাত। এ খাতে মোট লেনদেনের ৩৯ দশমিক ২ শতাংশ হয়েছে, যা টাকার অংকে ২৯১ কোটি ৭ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার (২৯ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাত। এ খাতে লেনদেন হয়েছে ১৩ দশমিক ৫ শতাংশ। এ খাতে লেনদেনের পরিমাণ ১০০ কোটি ২৮ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওষুধ খাত। এ খাতে ৮ দশমিক ৫ শতাংশ লেনদেন হয়েছে। যা টাকার অংকে ৬৩ কোটি ৩৫ লাখ টাকা।
আর ৮ দশমিক ১ শতাংশ বেড়ে চতুর্থ স্থানে রয়েছে বিবিধ খাত। যা টাকার অংকে ৬০ কোটি ৩৯ লক্ষ টাকা।
এছাড়াও ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে পঞ্চম স্থানে রয়েছে ব্যাংক খাত। যা টাকার অংকে ৩৯ কোটি ৮ লাখ টাকা।
উল্লেখ্য, ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৬১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৩ কোটি ৬৬ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭৫৮ কোটি ৩৩ লাখ টাকার।
রোববার মোট ৩৫০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, দর কমেছে ১৪৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৭টি কোম্পানির।