পুঁজিবাজার যেসব কার্যক্রম নিয়ে লেনদেন শুরু করতে যাচ্ছে
- তৃতীয় প্রান্তিক প্রকাশ করবে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
- মঙ্গলবার ৩ ব্যাংকের পর্ষদ সভা
- কাগুজে কোম্পানির সংখ্যা বাড়ছে, আগামী নিয়ে সংশয়
- আইডিএলসির মুনাফা বৃদ্ধি
- আগ্রাসী ঋণে লাগাম টানার সময়সীমা আরো শিথিল
- আল-আরাফাহ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা, বন্ড ছাড়ার সিদ্ধান্ত
- এসিআই বাজারে নিয়ে এলো গৃহস্থালি পণ্য
- প্রথম প্রান্তিক প্রকাশ করলো কন্টিনেন্টাল ইনস্যুরেন্স
মার্কেট নিউজ টুইটস: ২.৩০ মিনিট
আজ সকাল থেকে বাজারে ভাল লেনদেনে সূচকের মান ঊর্ধ্বমুখী থাকলেও দিন শেষে ব্যাপক সেল পেশারে সুচকের মান নেগেটিভে চলে যায়। এরফলে রেজিস্টেন্স ব্রেক আউটের চেস্টা ব্যার্থ হল। তবে সূচক এখনও রেজিস্টেন্সের উপর থেকে সাইড ওয়ার্কে চলমান রয়েছে।
BEXIMCO এর উল্লেখযোগ্য লেনদেন, মার্কেট নিউজ টুইটস : ১.৩০ মিনিট
ঠিক ১.৩০ টায় BEXIMCO উল্লেখযোগ্য লেনদেন ( 35 TRADES ) মোট লেনদেন হয়েছে 2210000 TK
ভলিওমের সাথে বেড়েছে সূচকের মান , মার্কেট নিউজ টুইটস: ১১.৩৫ মিনিট
আজ এক ঘণ্টায় ভলিওমের সাথে বেড়েছে সূচকের মান। এক ঘণ্টায় লেনদেন ২০৪ কোটি টাকার সম্পন্ন হয়।
রেজিস্টেন্সের উপরেই সূচকের অবস্থান থাকার সম্ভাবনা , মার্কেট নিউজ টুইটস: ১০.৩০ মিনিট
আজ ও রেজিস্টেন্সের উপরেই সূচকের অবস্থান থাকার সম্ভাবনা রয়েছে। ট্রেন্ড লাইন ও রেজিস্টেন্স লাইন একই জায়গায় থাকায় সূচকের অবস্থান একই স্থানে কিছুদিন থাকতে পারে।
ADVANCE CHART Enjoy both real time intra-day and EOD TA chart
- এক্সুসিভ নিউজ [ ভিডিও সহ ]
- ব্রোকারেজ হাউজ সম্পর্কে জানুন
- পুজিবাজার শিক্ষা টিউটোরিয়াল কর্নার
- এক্সুসিভ সাক্ষাৎকার সমূহ
পুঁজিবাজারের বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ
দৈনিক স্টক বাংলাদেশ সম্প্রতি মার্কেট নিউজ টুইটস নামে একটি বিভাগ চালু করেছে যেখানে থাকবে প্রতিদিনের মার্কেটের উপর রিয়েল টাইম বিশ্লেষণ। এই বিশ্লেষণে আপনিও অংশগ্রহণ করুন। মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিন প্রতিদিনের মার্কেটে থাকা বিভিন্ন বিশ্লেষণ/দিক, যা কেবল মাত্র আপনার চোখে ধরা পড়ছে। আপনার বিশ্লেষণ গ্রহণযোগ্য হলে সাথে সাথে আমরা তা প্রকাশ করব।