স্টাফ রিপোর্টার: মঙ্গলবার যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের রেকর্ড ডেটের কারণে লেনদেন বন্ধ থাকবে। কোম্পানিটি ১১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটি আগামী ২০ ডিসেম্বর থেকে আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে। জুন ৩০, ২০১৭ সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২০ টাকা ৬৮ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য ছিল ১০৩ টাকা ৬০ পয়সা।
আগামী ৩ ফেব্রুয়ারী কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।