প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে রিজেন্ট টেক্সটাইলের কর পরিশোধের পর মুনাফা করেছে ২ কোটি ৭১ লাখ ৩০ হাজার টাকা। আইপিও পূর্ববর্তী শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ০.৪৫ টাকা এবং আইপিও পরবর্তী ইপিএস হয়েছে ০.২৫ টাকা।
৩০ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩৫.২৭ টাকা।
রিজেন্ট টেক্সকটাইল সোমবার থেকে ডিএসই ও সিএসইতে লেনদেন শুরু করবে। কোম্পানির ট্রেডিং কোড হলো- REGENTTEX এবং কোম্পানি কোড ১৭৪৭০।
অন্যদিকে সিএসইতে কোম্পানি কোড হলো ১২০৫৮।
উল্লেখ্য, ‘রিজেন্ট টেক্সটাইলের লেনদেন আগামী সপ্তাহে’ শিরোনামে গত সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।
Ai dharoner share ke prim diye keno Ana hoy .er rahosso kothay?