স্টাফ রিপোর্টার : রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ ১৪ অক্টোবর, বুধবার শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর, রোববার পর্যন্ত। দেশ ও দেশের বাইরের প্রত্যেককে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
হাবিব গ্রুপের কোম্পানিটি পুঁজিবাজারে ৫ কোটি শেয়ার ছেড়ে ১২৫ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিকে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী রিজেন্ট টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯২ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৩ টাকা ১৭ পয়সা।