স্টাফ রিপোর্টার : লংকাবাংলা ফাইন্যান্সের রাইট আবেদন আগামী ১৭ ডিসেম্বর, রোববার থেকে শুরু হয়ে চলবে আগামী বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত। কোম্পানির ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ((১R:২) ছাড়া হবে।
রাইটের জন্য ২৬ নভেম্বর, রোববার রেকর্ড ডেটের আগেই শুরু হওেয়ছে ব্যাপক লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত চার দিনে কোম্পানিটির পাঁচ কোটি তিন লাখ ৪৪ হাজার শেয়ার হাতবদল হয়েছে, যা মোট শেয়ারের প্রায় ১৬ শতাংশ। লেনদেন হওয়া ওই শেয়ারের মূল্য প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা।
অন্তত দুই বছরের মধ্যে গত রোববার লংকাবাংলার শেয়ারে রেকর্ড লেনদেন হয়। ওইদিন ১২০ কোটি টাকায় এক কোটি ৮০ লাখ শেয়ার লেনদেন হয়, যা মোট শেয়ারের পাঁচ দশমিক ৬৫ শতাংশ। সেদিন লংকাবাংলার প্রায় ছয় শতাংশ মূল্য বৃদ্ধি পেয়ে ৬৮ টাকা ২০ পয়সা হয়।
রোববার প্রায় ছয় শতাংশ দরবৃদ্ধির পরও শেয়ার সরবরাহ ছিল উল্লেখযোগ্যহারে। দুই বছরের মধ্যে রোববার রেকর্ড সংখ্যক শেয়ার হাতবদল হলেও দরবৃদ্ধিতে আগের থেকে পিছিয়ে রয়েছে। এর আগে ২৬ এপ্রিল এককোটি ২৮ লাখ শেয়ার লেনদেন হলে প্রতিষ্ঠানটির দর বেড়ে যায় প্রায় ১০ শতাংশ।
গত চার দিনে প্রায় সাড়ে তিন কোটি শেয়ার লেনদেনের মধ্যে দর বেড়েছে সাড়ে পাঁচ শতাংশ।
লংকাবাংলা দুটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়ার অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এজন্য রেকর্ড তারিখ নির্ধারিত হয়েছে রোববার। প্রতিটি রাইট শেয়ারের মূল্য ধরা হয়েছে ১০ টাকা।
রেকর্ড তারিখের আগে বুধবার থেকে স্পটে লেনদেন হচ্ছে লংকার শেয়ার।
চলতি বছরের পুরোটাজুড়েই লেনদেনে শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে জায়গা করে নেয় কোম্পানিটি। এসময় এর দরও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২৭ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ৬৯ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। সোমবারই কোম্পানিটির শেয়ারের দর বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে।
কিন্তু রোববার রেকর্ড লেনদেনের পর থেকেই হাতবদল হওয়ার শেয়ারের সংখ্যা ও লেনদেন কমতে শুরু করেছে। সোমবার ৭৩ কোটি ৬৭ লাখ টাকায় এককোটি সাত লাখ ২৫ হাজার শেয়ার হাতবদল হয়। মঙ্গলবার ৮৬ কেটি ৭১ লাখ টাকায় লেনদেন হয় এক কোটি ২৭ লাখ শেয়ার। বুধবার ৮৮ লাখ ৬১ হাজার শেয়ার লেনদেন হয়েছে ৬০ কোটি টাকায়।
শ্রীলঙ্কা ও বাংলাদেশের যৌথ উদ্যোগের ৩১৮ কোটি টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৬ সালে।
চার বছরে কোম্পানিটির মুনাফা ১৫০ শতাংশ বেড়ে ২০১৬ সালে ৮০ কোটি টাকা হয়েছে। চলতি বছরের তিন প্রান্তিক শেষে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটি মুনাফা দেখিয়েছে ১০৫ কোটি টাকা।
- পেছনের খবর : লংকাবাংলার রাইট আবেদন ১৭ ডিসেম্বর শুরু