স্টাফ রিপোর্টার : ম্যারিকো বাংলাদেশের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ মার্চ ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য এ ঘোষণা করে প্রতিষ্ঠানটি।
কোম্পানি সূত্রে জানা গেছে, এর আগে কোম্পানিটি ৫০০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছিল। সব মিলে কোম্পানিটি ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করলো।
শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ টাকা ১৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৭ টাকা ৩৮ পয়সা।
আগামী ১৮ জুলাই কোম্পানির বার্ষিক সাধারণ সভা, রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুন।