স্টাফ রিপোর্টার : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ২৭ সেপ্টেম্বর রাজধানীর আইডিইবি ভবনে জীবন বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ আগস্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে মঙ্গলবার জানা গেছে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি থেকে জুন) কোম্পানিটির লাইফ রেভিনিউ অ্যাকাউন্ট ৫ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা বেড়েছে, আগের বছর একই সময়ে যা বেড়েছিল ১৯ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকা।
৩০ জুন কোম্পানির জীবন বীমা তহবিল দাঁড়িয়েছে ১ হাজার ৫৬৮ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকায়। আগের বছরের ধারাবাহিকতায় ২০১৬ সালের জন্যও ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার দেয় মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। ডিএসইতে সোমবার মেঘনা লাইফ শেয়ারের সর্বশেষ দর ২ দশমিক শূন্য ৮ শতাংশ বা ১ টাকা ১০ পয়সা কমে দাঁড়ায় ৫১ টাকা ৯০ পয়সা।