স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ শেয়ার প্রতি লোকসান করেছে ১১ পয়সা। অন্যদিকে মেঘনা কনডেন্স মিল্কের লোকসান কমেছে ৬ শতাংশ। কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই,১৪-সেপ্টেম্বর,১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য জানা যায়।
মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ৩ মাসে কোম্পানিটির কর পরবর্তী লোকসান করেছে ১৩ লাখ ১০ হাজার টাকা। আর শেয়ার প্রতি লোকসান করেছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি লোকসান করেছিল ১৫ লাখ ৪০ হাজার টাকা। আর শেয়ার প্রতি লোকসান করেছিল ১৩ পয়সা।
প্রথম প্রান্তিক পর্যন্ত মেঘনা পেটের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকা। এ কোম্পানিতে বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণ ২ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকা।
উল্লেখ্য, বিচারাধীন মামলা ও পরিচালকদের বিবাদের কারণে দীর্ঘ সময় ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ছিল বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
মেঘনা কনডেন্স মিল্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির লোকসান কমেছে ৬ শতাংশ। কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই,১৪-সেপ্টেম্বর,১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ৩ মাসে কোম্পানিটির কর পরবর্তী লোকসান করেছে ১ কোটি ৭২ লাখ টাকা। আর শেয়ার প্রতি লোকসান করেছে ১ টাকা ৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি লোকসান করেছিল ১ কোটি ৮৩ লাখ টাকা। আর শেয়ার প্রতি লোকসান করেছিল ১ টাকা ১৫ পয়সা।