ইনডেস্ক বাড়লেও রেসিসটেন্সের উপর একই জায়গায় রইল। আজ বাই পেশারে ইনডেস্কে বুলিশ ক্যান্ডেল হয়।
PRIMETEX এর উল্লেখযোগ্য লেনদেন ,মার্কেট নিউজ টুইটস : ১.৩০ মিনিট
ঠিক ১.৩০ টায় PRIMETEX এর উল্লেখযোগ্য লেনদেন ( ৩১ TRADES ) মোট লেনদেন হয়েছে 1426000 TK।
আজ ফাইন্যাসিয়াল সেক্টরের দিকে আগ্রহ বিনিয়োগকারীদের,মার্কেট নিউজ টুইটস : ১২.৫০ মিনিট
সেক্টর চার্ট থেকে দেখা যায়,আজ ফাইন্যাসিয়াল সেক্টরের দিকে আগ্রহ বিনিয়োগকারীদের।
ইনডেস্কের মান বাড়লেও ভলিয়ম বাড়ছে না ,মার্কেট নিউজ টুইটস : ১১.৫০ মিনিট
সকাল থেকে ইনডেস্কের মান বাড়লেও ভলিয়ম বাড়ছে না।
একই স্থানে থেকে ইনডেস্কের উঠানামা থাকতে পারে আজ,মার্কেট নিউজ টুইটস : ১০.৩০ মিনিট [১৮.১০.২০১৬]
ইতিমধ্যেই অনেক কোম্পানির লভ্যাংশ ঘোষণা আসতে শুরু করেছে। এরই সাথে সাথে গত এক বছরের আয়ের হিসেবও আসছে। লভ্যাংশ ঘোষণার প্রভাবে গতকালই সেল পেশারে বাজার বেয়ারিশে অবস্থান করেছে । বাইয়ারদের তেমন কোন প্রভাব দেখা যাচ্ছে না বাজারে। একই স্থানে থেকে ইনডেস্কের উঠানামা থাকতে পারে আজ।
পুঁজিবাজার আজ যেসব কার্যক্রম নিয়ে লেনদেন শুরু করতে যাচ্ছে
উল্লেখযোগ্য কিছু এক্সুসিভ নিউজ [ ভিডিও সহ ]
-
বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাকের [ভিডিওসহ] রোডশোর এক্সুসিভ প্রশ্নওোর পর্ব
-
ডেল্টা হসপিটালের সম্প্রসারণ প্রয়োজন : চেয়ারম্যান [ ভিডিও সহ ]
-
দেখে নিন,জেনে নিন,বুঝে নিন [ভিডিওসহ] – DHL রোডশোর প্রশ্নসমূহ
-
‘প্রতিকূলতার মাঝেও ন্যাশনাল লাইফ ভালো ব্যবসা করেছে’ : চেয়ারম্যান [ ভিডিও…
-
“এক বছরের মধ্যে বর্তমানে সবচেয়ে ভালো অবস্থনে রয়েছে মার্কেট” | জামাল..
-
‘বাজার ঊর্ধ্বমুখীতার করণে সংশ্লিষ্টরা নানামুখী পদক্ষেপ নিয়েছে’ : বিনিয়োগকারী [ভিডিও সহ]
-
‘সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে আসছে’ [ভিডিও সহ]
পুঁজিবাজারের বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ
দৈনিক স্টক বাংলাদেশ সম্প্রতি মার্কেট নিউজ টুইটস নামে একটি বিভাগ চালু করেছে যেখানে থাকবে প্রতিদিনের মার্কেটের উপর রিয়েল টাইম বিশ্লেষণ। এই বিশ্লেষণে আপনিও অংশগ্রহণ করুন। মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিন প্রতিদিনের মার্কেটে থাকা বিভিন্ন বিশ্লেষণ/দিক, যা কেবল মাত্র আপনার চোখে ধরা পড়ছে। আপনার বিশ্লেষণ গ্রহণযোগ্য হলে সাথে সাথে আমরা তা প্রকাশ করব।