স্টাফ রিপোর্টার: ৮ মে, মঙ্গলবার ৪টি কোম্পানির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হচ্ছে নিটোল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, আল-আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। সভায় কোম্পানিগুলোর ১ম প্রান্তিকের (জানুয়ারী-মার্চ, ২০১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
নিটল ইন্স্যুরেন্সের সভা দুপুর ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সভা দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ঢাকা ব্যাংকের সভা দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে।
বিডি ফাইন্যান্সের সভা দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে।