স্টাফ রিপোর্টার : ব্লক মার্কেটে আজ ৭টি কোম্পানির লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে SQURPHARMA। এই কোম্পানি ১ লটেই ৫০০০০০টি শেয়ার লেনদেন করেছে। ভেলুর দিক থেকে ও আজ সবচেয়ে বেশী লেনদেন হয়েছে SQURPHARMA। আর দ্বিতীয় অবস্থানে আছে GP, তৃতীয় অবস্থানে আছে SPCL।ডিএসই সূত্রে জানা গেছে।
BSC আজ ব্লক মার্কেটে দিনের হাইমূল্য লেনদেন হয়েছে।
এছাড়া আজ LANKABANFIN,PTL,SAIHAMTEX, কোম্পানির ব্লকে লেনদেন হয়।