স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে রবিবার (১৯ নভেম্বর) ব্লক মার্কেটে ৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যাস সার্ভিসেস লিমিটেডের শেয়ার। এই কোম্পানির ১ লটে ২৫ লাখ শেয়ার লেনদেন হয়।
নিচে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো-
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়।
ডিএসই জানায়, মূল্যমানের (ভ্যালূর) দিক থেকে প্রথমে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যাস সার্ভিসেস লিমিটেডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে অছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) শেয়ার -। তৃতীয় অবস্থানে আছে ম্যাকসন স্পিনিংয়ের শেয়ার।