স্টাফ রিপোর্টার : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে (মঙ্গলবার) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২০ কোটি ৫৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার (১ ডিসেম্বর) জানানো তথ্য মতে, কোম্পানিগুলোর ৪৪ লাখ ৯১ হাজার ৬৪১টি শেয়ার ৪৮ বার হাত বদল হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের। যা ৩টি ট্রেডে ২ লাখ ৫০ হাজারটি শেয়ার হাতবদল হয়েছে।
অপরদিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে রয়্যাল টিউলিপ সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকা। একটি ট্রেডে হাতবদল হয়েছে ৬ হাজার ৩২৯টি শেয়ার।