স্টাফ রিপোর্টার : ব্যাংক এশিয়া লিমিটেড সমাপ্ত হিসাববছরের জন্য সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
রোববার ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও লভ্যাংশের এই সিদ্ধান্ত হয়।
প্রতিবেদন অনুসারে, ২০১৭ সালে এককভাবে শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা। আর সহযোগী প্রতিষ্ঠানের আয় সহ ইপিএস (কনসোলিটেডেট ইপিএস) হয় ২ টাকা ১৪ পয়সা। আগের বছর সলো ও কনসোলিডেটেড ইপিএস ছিল যথাক্রমে ১ টাকা ৫৭ পয়সা ও ১ টাকা ৬৭ পয়সা।
৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২১ টাকা ৩৩ পয়সা।
আগামী ১৪ মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা এবং ২৬ এপ্রিল রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।