স্টাফ রিপোর্টার : বেক্সিমকো গ্রুপের ৪ কোম্পানির বোর্ডসভা আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো সিনথেটিকস। ডিএসই সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিগুলোর বোর্ডসভা যথাক্রমে বিকেল সাড়ে ৩টা, ৪টা, সাড়ে ৪টা ও ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর ১৮ মাসের অর্থাৎ জানুয়ারি, ২০১৫ থেকে ৩০ জুন, ২০১৬ পর্যন্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।