স্টাফ রিপোর্টার: আজ ২৯ মার্চ, বৃহস্পতিবার ৫টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হচ্ছে প্রাইম ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড।
প্রাইম ইনস্যুরেন্সের এজিএম মিরপুরের পিএসসি কনভেনশন হলে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
গ্রীন ডেল্টার এজিএম গুলশান-১ এর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
লংকাবাংলার এজিএম ধানমণ্ডী ২৭ এর মাইডাস সেন্টারে সকাল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
আইডিএলসি ফাইন্যান্সের এজিএম ঢাকা ক্যান্টনমেন্টের রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
ডাচ্-বাংলা এজিএম প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বল রুমে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

সভাগুলোতে ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত বছরে কোম্পানিগুলোর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং লভ্যাংশ অনুমোদন করা হবে।