স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ মার্চ, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড কোম্পানিটির বোর্ড সভা সকাল ১০টায়, ম্যাকসন্স গ্রুপ কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হতে পারে।
এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিলো গত ১৬ ফেব্রুয়ারি।