স্টাফ রিপোর্টার : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেডের।
ডিএসইর ওয়েবসাইটে বুধবার (২৩ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।
তথ্য মতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ টাকা ৯০ পয়সা কমেছে। এদিন লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাড়ায় ৫৬ টাকায়।

দ্বিতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ টাকা ২০ পয়সা কমেছে। এদিন লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাড়ায় ১৪৭ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে : ডমিনেজ স্টিল, ওয়ালটন হাইটেক, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ ওয়েল্ডিং, আলহাজ্ব টেক্স, ফাইন ফুডস, পিপল ইন্সুরেন্স ও জাহিন টেক্স।