স্টাফ রিপোর্টার : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে বুধবার লেনদেন শেষ হয়েছে। আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বুধবার (২ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।
এদিন প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৩৪ পয়েন্টে।
আর অপর দুইটির মধ্যে ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭০৪ পয়েন্টে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১২৬ পয়েন্টে।

এছাড়া বুধবার ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৪১ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৭৭ কোটি ২৩ লাখ টাকা বেশি। মঙ্গলবার (১ ডিসেম্বর) লেনদেন হয়েছিল ৬৬৩ কোটি ৮৪ লাখ টাকার।
উল্লেখ্য, বুধবার ডিএসইতে মোট ৩৫৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, দর কমেছে ১০৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৬টি কোম্পানির।