স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে এতোদিন প্রতিদিনের শেয়ার লেনদেনের তথ্য পেয়ে আসছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু সম্প্রতি সে তথ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। এতে বিনিয়োগকারীরা দৈনন্দিন স্পট মার্কেট, ব্লক মার্কেটের লেনদেনসহ নানা তথ্য থেকে বঞ্চিত হচ্ছেন।
তবে সাবস্ক্রিপশনের মাধ্যমে অর্থাৎ টাকায় মিলবে ডিএসইর সে তথ্য। এক্ষেত্রে বিনিয়োগকারীদের মাসিক ৫ হাজার টাকা ফির মাধ্যমে ডিএসই থেকে আইডি পাসওয়ার্ড দেয়া হবে। আইডি লগইনের মাধ্যমে মিলবে সে তথ্য।
ডিএসইর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার জানান, দিন যত যাচ্ছে ডিএসই তত ইনকাম সোর্স বের করছে। ডিএসই’র আয় বাড়ানোর লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের ডিএসই’র তথ্য প্রয়োজন তাদের টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করে নিতে হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ডিএসই’র মার্কেট পরিসংখ্যানের সম্পূর্ণ তথ্য পেতে wasi.azam@dse.com.bd এ ঠিকানায় এবং ট্যাকনিক্যাল সহায়তায় rezaur.rahman@dse.com.bd ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
ফাইজলামির লিমিট আছে 🙁
RUBBISH