স্টাফ রিপোর্টার : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৭ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০০ কোটি ৩১ লাখ ২৩ হাজার টাকা। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার। এই কোম্পানি ১৩৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
রেনেটা ২৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ওরিয়ন ইনফিউশন ১১ কোটি টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিকন ফার্মা, ফেডারেল ইন্স্যুরেন্স, কেপিসিএল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, উত্তরা ফিন্যান্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, আল-হাজ্ব টেক্সটাইল, অ্যাপেক্স ফুটওয়্যার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, লংকাবাংলা ফিন্যান্স, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।
এছাড়াও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, নাভানা সিএনজি, প্যারামাউন্ট টেক্সটাইল, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রূপালী ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, স্যালভো কেমিক্যাল, জেনেক্স ইনফোসেস, আইডিএলসি, কর্ণফুলী ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ, ন্যাশনাল টিউবস ও এসএস স্টিল লিমিটেড।