বিশেষ প্রতিনিধি : ব্যাংকের ঋণ পরিশোধে বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রোডস লিমিটেড চট্টগ্রামের চট্টগ্রামের শোলশহর শিল্প এলাকায় নিজস্ব কারখানার জমি বিক্রি করেছে। কারখানার ২.৪৯ একর জমি কিনেছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) গ্রুপ। উভয় কোম্পানির পর্ষদ সভায় জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত এক চুক্তি সোমবার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ সোমবার বিএসআরএম গ্রুপের জমি কেনার তথ্য প্রকাশ করেছে। ডিএসই জানায়, কোম্পানির গুদামঘরের জন্য ষোলশহর শিল্প এলাকার নাসিরাবাদ মৌজায় ২ দশমিক ৪৯ একর জমি কেনা হবে। জমিটি কিনতে প্রায় ৪২ কোটি টাকা ব্যয় হবে বলে জানায়।
তবে ‘সংবেদনশীল তথ্য’ হওয়ায় বিডি ওয়েল্ডিং কোম্পানির জমি বিক্রির তথ্য প্রকাশ করেনি। যা বিএসআরএম গ্রুপ কিনছে। কোম্পানির বিশেষ একটি সূত্র সোমবার এমন তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সাউথইস্ট ব্যাংক লিমিটেডর রাজধানীর বংশাল শাখা থেকে নেয়া ৪২ কোটি টাকা ঋণ পরিশোধে বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রোডস এই জমি বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করে। সে সিদ্ধান্ত অনুসারে জমি বিক্রির চুক্তি সোমবার সম্পন্ন হয়েছে।