স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি) চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’১৫ থেকে মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে বিজিআইসির করপরবর্তী আয় হয়েছে ৪ কোটি ৬৮ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ৮৭ পয়সা।
আগের বছর একই প্রান্তিকে কোম্পানির করপরবর্তী আয়ের পরিমাণ ছিল ৪ কোটি ৩৫ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ৮১ পয়সা। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানির আয় বেড়েছে ৭.৫৬ শতাংশ।