স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ লভ্যাংশ নগদ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় মঙ্গলবার এ ঘোষণা করা হয়।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩৭ পয়সা।
সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৬২ পয়সা । ৩০ জুন,১৯ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৬ টাকা ৯৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ নভেম্বর এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ নভেম্বর।