পুঁজিবাজার যেসব কার্যক্রম নিয়ে লেনদেন শুরু করতে যাচ্ছে
- জনতা ইনস্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- আমানতের সুদহার কমালেও অনেক ব্যাংকে ঋণের সুদহার কমেনি
- ফিবোনাচ্চি ট্রেন্ড লাইনে সূচক, ক্রসওভারে যেতে পারে এডিএক্স
- ৪টি কোম্পানির বোনাস শেয়ার বিওতে জমা
- বিও একাউন্টে এসকে ট্রিমসের আইপিও শেয়ার জমা
- “বিদ্যুৎ উৎপাদনের মতো সঞ্চালন ব্যবস্থাও বেসরকারি খাতে ছেড়ে দেওয়া উচিত”
- এ্যাস্কয়ার নিটের ৯ জুলাই বিডিং থেকে বিএসইসির নতুন বিধি
- রোববার দুপুরে জনতা ইনস্যুরেন্সের পর্ষদ সভা
মার্কেট নিউজ টুইটস: ২.৩০ মিনিট
আজ প্রথমিক ভাবে বাজারে ব্যাপক হারে বাই পেশার থাকলেও দিন শেষে সেল পেশারের করনে সূচকের মানের পরিবর্তন হয়। দিন শেষে সূচকে ইনভ্যারটেড হ্যামার ক্যান্ডেল দেখা যায়।
BSC এর উল্লেখযোগ্য লেনদেন , মার্কেট নিউজ টুইটস : ১.৩০ মিনিট
ঠিক ১.৩০ টায় BSC উল্লেখযোগ্য লেনদেন ( 114 TRADES ) মোট লেনদেন হয়েছে 3480000 TK.
ব্যাপক লেনদেনে বাইয়ের পরিমান বেশী , মার্কেট নিউজ টুইটস : ১২.৩০ মিনিট
বাজারে আজকের মিনিট চার্ট থেকে লক্ষ্য করা যায় , ব্যাপক লেনদেনে বাইয়ের পরিমান বেশী। তবে মাঝে মাঝে হাই ভলিওমে সেল পেশার লক্ষ্যনীয়।
এক ঘণ্টায় ৪০০ কোটি টাকার উপর লেনদেন , মার্কেট নিউজ টুইটস : ১১.৩০ মিনিট
আজ এক ঘণ্টায় ৪০০ কোটি টাকার উপর লেনদেন সম্পন্ন হয়েছে। এ সময় সূচকে মান বাড়তে দেখা যায়।
বাজারে হাজার কোটি টাকা ধরে রাখা বড় চ্যলেঞ্জ , মার্কেট নিউজ টুইটস : ১০.৩০ মিনিট
আজ বাজারে হাজার কোটি টাকা ধরে রাখা বাইয়ারদের জন্য বড় চ্যলেঞ্জ হবে।
- এক্সুসিভ নিউজ [ ভিডিও সহ ]
- ব্রোকারেজ হাউজ সম্পর্কে জানুন
- পুজিবাজার শিক্ষা টিউটোরিয়াল কর্নার
- এক্সুসিভ সাক্ষাৎকার সমূহ
পুঁজিবাজারের বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ
দৈনিক স্টক বাংলাদেশ সম্প্রতি মার্কেট নিউজ টুইটস নামে একটি বিভাগ চালু করেছে যেখানে থাকবে প্রতিদিনের মার্কেটের উপর রিয়েল টাইম বিশ্লেষণ। এই বিশ্লেষণে আপনিও অংশগ্রহণ করুন। মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিন প্রতিদিনের মার্কেটে থাকা বিভিন্ন বিশ্লেষণ/দিক, যা কেবল মাত্র আপনার চোখে ধরা পড়ছে। আপনার বিশ্লেষণ গ্রহণযোগ্য হলে সাথে সাথে আমরা তা প্রকাশ করব।