পুঁজিবাজার যেসব কার্যক্রম নিয়ে লেনদেন শুরু করতে যাচ্ছে
- সোমবার ৫ কোম্পানি ও ২ ফান্ডের সভা
- সোমবার তাকাফুল ইসলামী ইনস্যুরেন্সের লেনদেন বন্ধ
- বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের (বিএমবিএ) এজিএম সম্পন্ন
- ব্লক মার্কেটে ৩ কোম্পানির লেনদেন
- ৪৯ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
- মিউচ্যুয়াল ফান্ডগুলোর সাপ্তাহিক এনএভি [২২.০৪.২০১৮]
- ইতালির কোম্পানি অধিগ্রহণে শাশা গ্রুপের ১২০ কোটি টাকার চুক্তি
- এস কে ট্রিমসের আইপিও আবেদন ১৪ মে থেকে
মার্কেট নিউজ টুইটস: ২.৩০ মিনিট
আজ সকাল থেকেই বাজারে সেল পেশার লক্ষ্য করা যায়। দিন শেষে সেল পেশার অব্যহত থাকলে সূ চকে বেয়ারিশ ক্যান্ডেল দেখা যায়। আজকের বেয়ারিশ ক্যান্ডেলের কারনে সূচক এখন “M” প্যাট্যানে সাপোর্ট লাইনের উপর অবস্থান করছে।
BRACBANK এর উল্লেখযোগ্য লেনদেন, মার্কেট নিউজ টুইটস : ১.৩০ মিনিট
ঠিক ১.৩০ টায় BRACBANK উল্লেখযোগ্য লেনদেন ( ২৬ TRADES ) মোট লেনদেন হয়েছে 3490000 TK
সেল পেশার অব্যহত - ট্রেন্ড লাইন ভাঙছে , মার্কেট নিউজ টুইটস: ১২.৪০ মিনিট
বাজারে সকাল থেকেই আজ সেল পেশার লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই বেয়ারিশ ক্যান্ডেলে ট্রেন্ড লাইন ভাঙতে দেখা যাচ্ছে।
ঘণ্টায় লেনদেন বেশী হলেও সূচক নেগেটিভে, মার্কেট নিউজ টুইটস: ১১.৩০ মিনিট
আজ বাজারে এক ঘণ্টায় লেনদেন ১৫২ কোটি টাকা হয়েছে। তবে লেনদেন বাড়লেও সূচকের মান কমতে দেখা যাচ্ছে।
বাজারে আজ ইপিএসের প্রভাব থাকতে পারে , মার্কেট নিউজ টুইটস : ১০.৩০ মিনিট
বাজারে আজ ইপিএসের প্রভাব থাকতে পারে । কোম্পানির আয়ের চিত্রের উপর নির্ভর করে বাজারে কোম্পনির উঠানামা থাকার সম্ভাবনা রয়েছে।
ADVANCE CHART Enjoy both real time intra-day and EOD TA chart
- এক্সুসিভ নিউজ [ ভিডিও সহ ]
- ব্রোকারেজ হাউজ সম্পর্কে জানুন
- পুজিবাজার শিক্ষা টিউটোরিয়াল কর্নার
- এক্সুসিভ সাক্ষাৎকার সমূহ
পুঁজিবাজারের বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ
দৈনিক স্টক বাংলাদেশ সম্প্রতি মার্কেট নিউজ টুইটস নামে একটি বিভাগ চালু করেছে যেখানে থাকবে প্রতিদিনের মার্কেটের উপর রিয়েল টাইম বিশ্লেষণ। এই বিশ্লেষণে আপনিও অংশগ্রহণ করুন। মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিন প্রতিদিনের মার্কেটে থাকা বিভিন্ন বিশ্লেষণ/দিক, যা কেবল মাত্র আপনার চোখে ধরা পড়ছে। আপনার বিশ্লেষণ গ্রহণযোগ্য হলে সাথে সাথে আমরা তা প্রকাশ করব।